শাল্লা প্রতিনিধি :
শাল্লায় পানিতে ডুবে শিখা রানী দাশ (৩০) নামক এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৬ ফেব্রুয়ারী উপজেলার ২নং হবিবপুর ইউপির আনন্দপুর বড়খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামীর নাম পিন্টু দাশ ওরফে নিমাই। ওই নারীর ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতক্ষদর্শী কয়েকজন নারী জানান প্রতিদিনের মতো এই খালে স্নান করতে। আমরাও এসেছিলাম স্নান করতে। কিন্তু পানিতে ডুব দিয়ে না উটায় আমরা চিৎকার করতে থাকি। পরে আশপাশের মানুষ এসে ওই নারীকে উদ্ধার করে। এবিষয়ে পরিবার সুত্রে জানা গেছে শিখা রানী দাশ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ২৬ ফেব্রুয়ারি দুপুরে স্নান করতে গিয়ে খিচুনি দেখা দিলে পানিতেই ডুবে মৃত্যু হয় ওই নারীর। এমন ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। ওইদিনই আনন্দপুর মহা শ্মশান ঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পুর্ন হয়।