স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে সিলেট মেট্টোপলিটন এলাকার বিভিন্ন স্থানে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) শঙ্কর পাল ও এসআই মো. মিজানুর রহমান অভিযানে নামেন। রাতভর অভিযান চালিয়ে চাদপুর জেলার উত্তর মতলব থানার জহিরাবাজ গ্রামের আবুল হোসেনের ছেলে মোহ. মাহমুদ হোসেন ওরফে জাহেদ (৩২), সিলেট জেলার জকিগঞ্জ থানার নোয়াগাও গ্রামের মৃত আয়াছ আলীর ছেলে রায়হান আহমদ (২৮), একই থানার হাতিদহর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে অলিদুর রহমান অলিদ (২৯), জৈন্তাপুর থানার ঘাটের চটি গ্রামের মৃত আব্দুল গণির ছেলে দুলাল মিয়া (২৭), দক্ষিণ সুরমা থানার স্বর্ণশিখা গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া ওরফে সৌখিন আহমদ (৩৫) কে আটক করা হয়। তাদের কাছ থেকে চোরাইকৃত পণ্য ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় গত ৩ মার্চ দিবাগত রাতে ওই চক্র জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রাম থেকে মোবাইলফোন অপারেটর রবি টাওয়ারের ৪৮ ভোল্টের ২টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত ৪ মার্চ থানায় মামলা দায়ের হয়েছিল। মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালান। সোমবার রাতে সিলেট থেকে তাদের আটক করা হয়। আটককৃত আন্তচোররা চুরির ঘটনা স্বীকার করেছে। তারা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে চুরি করছে বলে জানান।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) শঙ্কর পাল বলেন, আন্তজেলা চোরদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।