স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কমেছে পেঁয়াজের দাম। সোমবার সন্ধ্যায় বাজার ঘুরে দেখা গেছে গতকালের চেয়ে পেয়াজের দাম কমেছে অনেক। বিভিন্ন দোকানে ৫০ টাকা কেজি দরে দেশি পেয়াজ বিক্রি হচ্ছে। তবে কিছু দোকানে ৫৫, ৬০, ৬৫ ও ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম কাছাকাছি থাকলেও কয়েকটি দোকান বরাবরের মতো ইচ্ছে করেই বেশি মূল্য রাখতে দেখা গেছে।
শহরের জগন্নাথবাড়ি রোডের দোকানগুলোতে গিয়ে দেখা যায় পেয়াজের মূল্য ৫০-৫৫ টাকা কেজি। এই রোড থেকে বেরুনোর পর কয়েকটি দোকানে ডু মেরে দেখা যায় ৭০ টাকা পর্যন্ত কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
স্টেশন রোডের ঋদি এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায় পেয়াজ ৭০ টাকা কেজিতে বিক্রি করছে। বড় রসুন বাজারে ২০০ টাকা কেজি বিক্রি হলেও তারা ২২০ টাকা বিক্রি করছে। এভাবে অন্যান্য পণ্যের দামও বেশি রাখছে তারা। কামারখালের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম মার্কেটের মা ভ্যারাইটিজ স্টোরে নে ডু মেরে দেখা যায় তারাও বেশি দামে পেঁয়াজ রসুনসহ অন্যান্য পণ্য বিক্রি করছে। এই দোকানে পেয়াজ ৬০ টাকা ও বড় রসুন ২২০ টাকায় বিক্রি করছে।
ঋদি এন্টারপ্রাইজের শঙ্কর দে বলেন, আধা ঘন্টা ৪০ মিনিটে বাজারদর বাড়তে ও কমতে পারে। আমরা আগে পণ্য কেনার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আল আমিন বলেন, আমরা কেবল রমজানেই নয় নিয়মিত বাজার মনিটরিং করি। ভোক্তা অধিকার আইনে জরিমানাও করি। কেউ বেশি দাম রাখলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই আমরা।