অনলা্ভইন ডেক্সাস::
ভিসা প্রাপ্ত কোনো হজযাত্রীকে সৌদি আরব না পাঠালে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্তসহ ফোজদারি মামলা রুজু করা হবে বলে জানিয়েছে সরকার। ভিসাপ্রাপ্ত সব হজযাত্রীদের টিকেট নিশ্চিত করে জরুরিভিত্তিতে সৌদি আরব পাঠানোর জন্য এক নির্দেশনায় আজ শনিবার একথা জানানো হয়।
ঢাকা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলামের সই করা নির্দেশনায় বলা হয়েছে, সব এজেন্সির সত্ত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার এজেন্সির ভিসাপ্রাপ্ত সব হজযাত্রীদের টিকিট নিশ্চিত করে জরুরিভিত্তিতে সৌদি আরব পাঠানো জন্য নির্দেশ দেয়া গেল।
ভিসাপ্রাপ্ত কোনো হজযাত্রী সৌদি আরব না পাঠালে আপনার এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্তসহ ফোজদারি মামলা রুজু করা হবে।