স্টাফ রিপোর্টার::
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আশিতিপর কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক ওমরচান দাসকে হাসপাতালের চিকিৎসক কর্তৃক মারধরের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি জানিয়ে সিলেটে মানববন্ধন হয়েছে। শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিন মিনারের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে সিলেটের সাংস্কৃতিক সংগঠক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, কবি লেখকসহ বিভিন্ন শ্রেণিপেশার সচেতন মানুষজন অংশ নেন। তারা অবিলম্বে দোষী চিকিৎসকদের বিচারের আওতায় আনার দাবি জানান। না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন প্রতিবাদকারী ব্যক্তিরা।
অধ্যাপক মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিতে প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যক্ষ প্রাণকান্ত দাস, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি আরিফ মিয়া, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, ওয়ার্কাস পার্টির সভাপতি সিকন্দর আলী, বাসদ মার্কবাসী সিলেটের আহ্বায়ক আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন, সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আল আজাদ বলেন, অমরচান দাস একজন মাটি ও মানুষের নেতা। নিজের দিকে কখনো থাকানননি। সারাজীবন সাধারণ ও মানুষ কৃষকদের পক্ষে কথা বলেছেন। এখন বৃদ্ধ বয়সেও তিনি মানুষের দাবি আদায়ের লড়াইয়ে কাজ করছেন। মুক্তিযুদ্ধের পক্ষে এখনো নানা ভয় ও ভীতির মধ্যে থেকেও কথা বলছেন তিনি। চিকিৎসাধীন এই বৃদ্ধের সঙ্গে চিকিৎসকরা যা করেছে তা কোন সভ্য ও শিক্ষিত মানুষ করতে পারেনা। আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।
এডভোকেট আনোয়র হোসেন সুমন বলেন, কমরেড অমরচান দাস গরিব মেহনতি ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে এখনো সোচ্চার। মানুষের কল্যাণে তিনি তার দেহ ও চক্ষু যে হাসপাতালে দান করেছেন যে হাসপাতালে সেই হাসপাতালের ডাক্তাররা তাকে বৃদ্ধ বয়সে পিটিয়েছে। এই বেদনা ও অবমাননা ভোলার নয়। অবিলম্বে দোষী চিকিৎসকদের শাস্তি না দেওয়া হলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।
এভাবে প্রত্যেক বক্তাই দোষী চিকিৎসকদের শাস্তির দাবি জানান। তারা একজন সর্বজন শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ট ব্যক্তি ও মুক্তিযুদ্ধের সংগঠকের উপর বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানান। তারা স্বাস্থ্যমন্ত্রী ও সিলেটের স্বাস্থ্য পরিচালকের সঙ্গেও দেখা করে বিচারের দাবি জানাবেন বলে প্রতিবাদ কর্মসূচিতে জানান।