স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২৮ বিজিবি দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে উন্নত ইফতার সামগ্রী, রাতের খাবারসহ চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ২৯ মার্চ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার রাজারগাও গ্রামে গিয়ে দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বিজিবির সদস্যবৃন্দ। ইফতার, রাতের খাবার ও অন্যান্য খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের নারী ও পুরুষেরা।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা গেছে সারাবছরই বিজিবি সারাদেশে আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের মধ্যে কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে পবিত্র রমজান উপলক্ষে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে। সুনামগঞ্জ বিজিবি সদর উপজেলার রাজারগা গ্রামে গিয়ে শতাধিক অসহায় ও দুস্থ খুঁজে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ২ কেজি আলুসহ ইফতার ও রাতের বিশেষ খাবার ছিল।
ইফতার ও খাদ্য সামগী বিজিবি সদস্যদের নিয়ে দুস্থদের হাতে তুলে দেন সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মো. মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মো. মাহবুবুর রহমান বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বাংলাদেশ বর্ডারগার্ড বাহিনী সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এমন মানবিক কার্যকম অব্যাহত থাকবে।