স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পবিত্র ঈদুল ফিতর আনন্দ উদ্দীপনায় পালন করার অপেক্ষায় মুসলমান সম্প্রদায়ের লোকজন। ইসলামিক ফাউন্ডেশন ঈদের নামাজের জামাতের সময় নির্ধারণ করে সংশ্লিষ্টদের পত্র দিয়েছে। নির্বিগ্নে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহ ময়দানও।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে ঈদের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সুনামগঞ্জের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ষোলঘর ঈদগাহে সকাল ৮টায়, আরপিননগর ঈদগাহে সকাল পোনে ৯টায়, তেঘরিয়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, হাছননগর ঈদগাহে সকাল ৮টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সোয়া আটটায়, পাঠানবাড়ি ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, আফতাবনগর ঈদগাহে সকাল সোয়া ৮টায়, সদর উপজেলা জামে মসজিদে সকাল সোয়া ৮টায়, মোহাম্মদপুর জামে মসজিদে সকাল ৮টায়, বড়পাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, মল্লিকপুর নতুন বাসস্টেশন জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বায়তুন নূর জামে মসজিদ কালিপুরে সকাল সাড়ে ৮টায় বলাকা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতে সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও নামাজ আদায় করবেন।