হাওর ডেস্ক::
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যের শূন্য পদে উপনির্বাচন রবিবার উপজেলার লংকাপাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ১৪জুন ওই ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন মিয়া মৃত্যুবরণ করায় এই পদটি শূন্য হয়।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল বলেন, ওই ওয়ার্ডে ভোটার সংখ্যা তিন হাজার ২২০জন। নির্বাচনে ইউপি সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে মো. জিয়া উদ্দিন ৮২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর মোরগ প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম পেয়েছেন ৭৭৮ ভোট।