হাওর ডেস্ক::
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিকের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জুয়েলের দুই দফা জানাজাসহ বৃহস্পতিবার (২ মে) আমেরতল গ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে সমাহিত করা হয়েছে।
মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার সকাল ১১টায় মন্ডলীভোগ লাল মসজিদে এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি আমেরতলে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়। জানাজায় ছাতক দোয়ারার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
গত বুধবার (০১মে) সকাল ১০ টায় ছাতক শহরের
মন্ডলীভোগ বাসায় ইন্তেকাল করেছেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী মোস্তাফিজুর রহমান জুয়েল ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয় নিয়ে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পাস করেন। ব্যক্তি জীবনে তিনি অকৃতদার ছিলেন।
জানাজাপূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতিক, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জজ কোর্টের জিপি এডভোকেট রাজ উদ্দিন,
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট খায়রুল কবির রোমেন, ছাতক পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সুনামগঞ্জ জজ কোর্টের জিপি এডভোকেট আক্তারুজ্জামান, জাতীয় চক্ষু ইন্সটিটিউটের পরিচালক মরহুমের সহপাঠী ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ( ভারপ্রাপ্ত) ফজলুর রহমান, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফি চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন,
ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আল আমিন রহমান,
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও নিজাম উদ্দিন, দোয়ারা উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ভোগলা ইউপি চেয়ারম্যান মিলন খান, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার,
পাণ্ডার গাওঁ ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন। জানাজা পূর্ব পৃথক অনুষ্ঠান পপরিচালনা করেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ চেয়ারম্যান ।
এদিকে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছোট ভাইয়ের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক জ্ঞাপনকারীরা হলেন, ভারতের দূতাবাস বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ( সিলেট) চন্দ্র শেখর, সাবেক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমী,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জজ কোর্টের জিপি এডভোকেট রাজ উদ্দিন, সুনামগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট খায়রুল কবির রোমেন, জিপি এডভোকেট আক্তারুজ্জামান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মরহুমের সহপাঠী ডাক্তার শিশির চক্রবর্তী,জাতীয় চক্ষু ইন্সটিটিউটের পরিচালক মরহুমের সহপাঠী ডাক্তার জহির অচিনপুরী,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতিক,দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফি চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ,যুগ্ম আহ্বায়ক গয়াছ আহমদ,এডভোকেট আশিক আলী,উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন।