হাওর ডেস্ক::
সুনামগঞ্জের দিরাই ও শাল্লায় ভোট গ্রহণ চলছ। দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২১ জন। চেয়ারম্যান পদে দিরাই উপজেলায় ৫ জন এবং শাল্লা উপজেলায় ৪ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন। দলীয় নিষেধাজ্ঞা থাকলেও দুই উপজেলায়ই বিএনপির দুই নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। দিরাইয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া ও শাল্লায় উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার।
দিরাই ও শাল্লা উপজেলায় ১১১টি ভোট কেন্দ্র রয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২৮টি। শাল্লা উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৭টি এবং দিরাই উপজেলায় ২১টি।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনী অপরাধ সমূহের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের লক্ষে দিরাই ও শাল্লা উপজেলায় দুই জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ভোটের পরিবেশ শান্ত রাখতে সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ বা ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে । বিশেষ এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ বা ২১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া বিজিবি ও স্টাইকিংফোর্স দায়িত্ব পালন করছে।