হাওর ডেস্ক::
শাল্লার চব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস (ঘোড়া) ও উপজেলা বিএনপি’র সভাপতি (বহিস্কৃত) ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার (আনারস) প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
সুনামগঞ্জের শাল্লার ছাব্বিশা কেন্দ্রে ঘোড়া এবং আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ম্যাজিস্ট্রট ও বিজিবি তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এর আগে রাতে ঐ কেন্দ্রে অন্য একটি কেন্দ্রের একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ চারজন ভোট কর্মীকে এক প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করার অভিযোগে আটক করা হয়েছে।