1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

উপজেলা নির্বাচন: চার ঘণ্টায় কত শতাংশ ভোট পড়ল ?

  • আপডেট টাইম :: বুধবার, ৮ মে, ২০২৪, ২.১৪ পিএম
  • ৩২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১২টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) মনিটরিং সেল।
প্রথম দফার উপজেলা নির্বাচনে ভোট দিচ্ছেন এক নারী ভোটার।

সকাল থেকে মেঘলা আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে আসছেন ভোটাররা। ভোট দিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীকে। শুরুর দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি বাড়ছে। পুরুষের পাশাপাশি দেখা গেছে নারী ভোটারের দীর্ঘ লাইন।

এদিকে, ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রের অদূরে দায়িত্বরত পুলিশ সদস্যর ওপর চড়াও হওয়ার ঘটনা ভিডিও করার সময় দৈনিক মানবজমিনের প্রতিনিধি গোলজার হোসেনকে মারধর করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: নির্বাচনে কোন প্রভাব খাটাইনি, ছেলের অংশগ্রহণ অবৈধ নয়: শাজাহান খান

তবে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধামকির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। আটক দুজনকে থানায় নেয়া হয়েছে। বগুড়া গাবতলী উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে জাল ভোটের অভিযোগ উঠেছে।

মাদারীপুর সদরের মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন।

এ ছাড়া সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটকেন্দ্র থেকে ১ লাখ ১০ হাজার টাকাসহ ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্রের ভোট সাময়িক স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে কেন্দ্র দখলের চেষ্টা, ভোটগ্রহণ স্থগিত

প্রথম ধাপে ১৩৯টির মধ্যে ২২টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ চলছে।

এক নজরে উপজেলা নির্বাচন ২০২৪ (প্রথম ধাপ)

তফসিল: ১৫২টি উপজেলায়

ভোটগ্রহণ হচ্ছে: ১৩৯ উপজেলায়

স্থগিত: ৮ উপজেলায়

ইভিএম: ২২ উপজেলায়

মোট প্রার্থী: ১,৬৩৫ জন।

ভোটকেন্দ্র: ১১ হাজার ৫৫৬টি।

ভোটার: ৩১৪৬৮১০২ জন।

> ১৩৯ উপজেলায় প্রার্থী ১ হাজার ৬৩৫ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৫৭০ জন।

> সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় ৫ উপজেলায় ভোট হচ্ছে না। উপজেলাগুলো হল- হাতিয়া, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর, পরশুরাম ও শিবচর।
> কক্সবাজার, চাঁদপুরসহ ৯ জেলার ২২টি উপজেলায় ভোট নেয়া হচ্ছে ইভিএম-এ।
> সবার চোখে বগুড়া, নোয়াখালী, মাদারীপুর, পাবনা, ঠাকুরগাঁও ও কুষ্টিয়া জেলায়।
> মাদারীপুর সদর উপজেলায় সংসদ সদস্য শাজাহান খানের ছেলে ও ভাই চেয়ারম্যান প্রার্থী।

> নির্দেশনা না মানায় প্রধান ধাপে ৭৩ জনকে বহিস্কার করে বিএনপি।
> নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী-সংসদদের ২০ জনের বেশি স্বজন লড়াই করছে।
> সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৯ জন নিরাপত্তা সদস্য মোতায়েন।
> গুরুত্ব বিবেচনায় প্রতি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!