হাওর ডেস্ক::
২০০৪ সালে পোর্তোতে যোগ দিলেও মূল দলে খেলার সুযোগ পাননি থিয়াগো সিলভা। পরের মৌসুমে ডায়নামো মস্কোতে যোগ দিলেও যক্ষ্ণায় জীবন নিয়েই সংশয় দেখা দিলে ব্রাজিলে ফিরে আসেন। এরপর চিকিৎসা শেষে ফ্লুমিনেন্সে দ্বিতীয় দফায় ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন তরুণ সিলভা।
ফের নিজের জাত চিনিয়ে ২০০৯ সালে সিরি আ’র জায়ান্ট এসি মিলানে যোগ দেয়ার পর থেকেই বিশ্বের সেরা ডিফেন্ডার হিসেবে সার্জিও রামোসের সঙ্গে তার নামটাই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। একে একে পিএসজি ও চেলসির হয়ে মাঠ মাতিয়ে দীর্ঘ ১৫ বছর পর ইউরোপ ছাড়ছেন সিলভা।
তবে তার পরবর্তী গন্তব্য মেজর লিগ সকার (এমএলএস) বা সৌদি পেশাদার লিগ নয়। এবার ঘরে ফিরছেন ৩৯ বছর বয়সী সিলভা। এই সেন্টারব্যাককে তার ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার সুযোগ দিয়েছিল ফ্লুমিনেন্স। ক্লাবটি তাই সিলভার কাছে নিজের বাড়ির মতোই। আর দীর্ঘদিন বাদে সেই বাড়িতেই ফিরছেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডার।
আরও পড়ুন: লুকাকুকে ছেড়ে দিচ্ছে চেলসি
সিলভা ও ফ্লুমিনেন্স উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। ফ্লুমিনেন্স সিলভার ক্লাবে ফেরার ঘোষণা দিতে তাকে ক্লাবটির জার্সিতে ইনস্টাগ্রামে হাজির করে লিখেছে, ‘আমরা সব সময় একসঙ্গে ছিলাম।’ হ্যাশট্যাগ দিয়ে তারা এরপর সিলভাকে নিয়ে দেওয়া প্রতিটি পোস্টে লিখছে ‘দ্য মনস্টার ইজ ব্যাক।’
সিলভার বর্তমান ক্লাবও এই ৩৯ বছর বয়সী সেন্টারব্যাকের ফ্লুমিনেন্সে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ২৯ এপ্রিল ক্লাবটি তাদের ওয়েবসাইটে মৌসুম শেষে সিলভার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছিল।
তরুণ বয়সে ফ্লুমিনেন্সের জার্সিতে থিয়াগো সিলভা ।
ফ্লুমিনেন্সে সিলভার সঙ্গী হবেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও ব্রাজিল দলে সিলভার সাবেক সতীর্থ মার্সেলো ভিয়েরা। এছাড়া তরুণ প্রতিভা থিয়েগো সান্তোস ও ফিলিপ আন্দ্রাদের সঙ্গেও খেলবেন তিনি।
২০০৯-২-১২ সাল পর্যন্ত এসি মিলানে খেলার পর পিএসজিতে যোগ দেন সিলভা। সেখানে অধিনায়কত্বও করেন এই ব্রাজিলিয়ান। উভয় লিগেই টাইটেলসহ বেশ কিছু শিরোপা জেতেন তিনি। এরপর ২০২০ সালে যোগ দেন প্রিমিয়ার লিগের দল চেলসিতে। সেখানেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পান। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেই পার্টিতেই জানিয়েছিলেন ফ্লুমিনেন্সের হয়ে কোপা লিবার্তেদোরেস জেতার আকাঙ্ক্ষার কথা।