হাওর ডেস্ক::
চলতি আইপিএলে একমাত্র খেলোয়াড় হিসেবে ৬০০ এর বেশি রান করেছেন বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ রান করা রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে তার রানের ব্যবধান ৬৮। বয়সের ঘড়ি ৩৫ পেরিয়ে গেলেও এখনও কোহলির রানক্ষুধা মধ্য বিশের তরুণের মতো। ফিটনেসে তো হাঁটুর বয়সী খেলোয়াড়রাও তার ধারেকাছে নেই। চাইলেই আরও অনেকদিন খেলা চালিয়ে যাওয়ার সামর্থ তার আছে।
তবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও ভারতের টি-টোয়েন্টি দলে তার জায়গা পাওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন। তার বিরুদ্ধে বড় অভিযোগ স্ট্রাইক রেট নিয়ে। এছাড়া অনেকের বলেন, কম গতির বল কোহলি ভালো খেলতে পারেন না। এমনকি স্পিন বলের সামনে কোহলি দুর্বল এমন দাবিও করেন কেউ কেউ। সম্প্রতি তো সুনীল গাভাস্কারের সঙ্গে স্ট্রাইক রেট ইস্যু নিয়ে এক দফা কথার লড়াইও হয়ে গেছে কোহলির। ভারতের বেশ কয়েকজন ক্রিকেটবোদ্ধা তো তার পেছনে লেগে আছেন আরও কয়েক বছর আগে থেকেই।
আরও পড়ুন: বিদায়ের ইঙ্গিত দ্রাবিড়ের, কোচ হওয়ার লড়াইয়ে পন্টিং-ফ্লেমিং
কোহলি নিজেও আর বেশিদিন জাতীয় দলের হয়ে খেলার কথা ভাবছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নির্বাচকদের মর্জি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তবে কোনো অপ্রাপ্তির বেদনা নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান না কোহলি। অবসর গ্রহণের আগেই যতটা সম্ভব সবকিছু জিতে নিতে চান তিনি।