স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কিশোরীদের আত্মরক্ষার লক্ষ্যে কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। সুনামগঞ্জ সচেতন নাগরিকদের সামাজিক সংগঠন ‘জনউদ্যোগ’ এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই কারাতে প্রশিক্ষণ চলবে ১৬ দিনব্যাপী। প্রশিক্ষণে ৩০ জন কিশোরী অংশ নিয়েছে।
সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার মার্শাল আর্ট বিভাগের সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক ও আইনজীবী খলিল রহমান, সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীদের আগামী দিনে আতœবিশ^াস বাড়বে এবং নিজেদের আতœরক্ষার পথও তৈরি করতে সক্ষম হবে। এই কারাতে প্রশিক্ষণ আমাদের সমাজ ও রাষ্ট্রের মেয়েদের চলার পথে প্রতিবন্ধকতা দূর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আয়োজকরা জানান, সুনামগঞ্জের বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কলেজ পড়–য়া ৩০ জন কিশোরী কারাতে প্রশিক্ষণে অংশ নিয়েছে। টানা ১৬দিন অভিজ্ঞ কারাতে প্রশিক্ষকরা তাদেরকে প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে সদনপত্রও প্রদান করা হবে।