স্টাফ রিপোর্টার::
ঘুর্ণিঝড় রেমালেরতা-বে সোমবাররাতে ঝড়ের মুখে পড়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। সোমবার রাতে সুনামগঞ্জ সিলেট সড়কের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোনালীব্যাংকের অবসরপ্রাপ্ত পিন্সিপালঅফিসার দীপকরঞ্জন চৌধুরী(৬২) বিশ^ম্ভরপুর উপজেলার নয়া বারুঙ্কা গ্রামের বাসিন্দা।
নিহতেরপরিবারেরসদস্যরাজানান, সোমবাররাতেসিলেট থেকে সুনামগঞ্জেপ্রাইভেটকারেরওয়ানা দেন দীপকরঞ্জন চৌধুরী। রাতআড়াইটারদিকেসুনামগঞ্জসদরেরগাবিন্দপুরএলাকায়এসেতাকেবহনকারীপ্রাইভেটকারটিঝড়েরমুখেপড়ে। এসময়গাড়িটিনিয়ন্ত্রণহারিয়েসড়ক থেকে ছিটকেখাদে পড়েযায়। এসময়অন্য যাত্রীরা দরোজাখুলে বেরহতেপারেননি। গাড়িরভিতরইতিনিমারাযান। পুলিশেরসহায়তায় স্বজনরা ভোরেলাশটিউদ্ধারকরেসুনামগঞ্জসদরহাসপাতালেনিয়েআসেন। মঙ্গলবার বিকেলেতার শেষকৃত্য ষোলঘরশ্মশানঘাটেসম্পন্নহয়েছে।
সুনামগঞ্জসদর থানারওসিখালেদ চৌধুরীবলেন, সড়ক দুর্ঘটনায়নিহতসাবেক ব্যাঙ্কারের মরদেহ স্বজনদের কাছে হস্থান্তরের পর পারিবারিকভাবেতার শেষ কৃত্য সম্পন্নহয়েছে।