স্টাফ রিপোর্টার::
৩১ আগস্ট ১৯৭১। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম শ্রীরামসিতে ইতিহাসের নারকীয় গণহত্যা সংগঠিত হয়েছিল। পাকিস্তানী হায়েনারা গ্রামের স্কুলঘরে জোরপূর্বক শান্তি কমিটির সভা ডেকে সেখান থেকে শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবি, সরকারি চাকুরিজীবীসহ ১২৬ জনকে হাত পিছমোড়া করে বেধে ব্রাশ ফায়ারে হত্যা করে।
ইতিহাসের এই হৃদয়বিদারক গণহত্যা দিবসটি প্রতি বছরই এলাকাবাসীর উদ্যোগে পালিত হয়ে থাকে। আজও বিশেষভাবে উদযাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শ্রীরামসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রীরামসী শহীদ স্মৃতি সংসদের সভাপতি প্রভাষক নুর মোহাম্মদ জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ পরিকল্পনা প্রতি মন্ত্রী এম.এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মো. সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, স্থানীয় ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সংগঠনের সাবেক সভাপতি হাজী আব্দুল কাইয়ূম মশাহিদ, শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী ও সংগঠনের সাবেক সভাপতি বাবুল মিয়া প্রমুখ।
এদিকে আজিজুস সামাদ আজাদ ডনও তার কর্মী সমর্থকদের নিয়ে বৃহষ্পতিবার সকালে শ্রীরামসীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে আসেন।