হাওর ডেস্ক::
শুক্রবার (৩১ মে) কিংস অ্যারেনায় ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী কে ৪-০ গোলে হারিয়েছে চাইনিজ তাইপে।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করে খেলেছে সফরকারীরা। সাবিনারা যে কটি গোল হজম করেছে তার বেশিরভাগই রক্ষণের ভুলে। মাঝমাঠে বল নিয়ে অনেক কারিকুরি দেখালেও আক্রমণ দুর্বল ছিল পিটার বাটলারের শিষ্যরা। তাদেরকে গোলমুখে শট নেয়ার খুব একটা সুযোগ দেয়নি চাইনিজ তাইপে। তাছাড়া উচ্চতার কারণেও পিছিয়ে ছিল লাল সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন: ইনজুরি নিয়ে বাফুফের উপর ক্ষোভ প্রকাশ করলেন কৃষ্ণা
ম্যাচের শুরুতে অবশ্য চমক দেখানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু কর্নার থেকে সাবিনার নেয়া দারুণ ক্রসে হেড নিতে পারেননি রিপা-সানজিদারা। তার আগেই লাফিয়ে ক্লিয়ার করেন তাইপের গোলরক্ষক। ১১তম মিনিটে রক্ষণের ভুলে প্রথম গোলটি হজম করে বাংলাদেশ। সতীর্থের পাস বক্সে ফাঁকা পেয়ে ওয়ান অন ওয়ান পজিশনে রুপনা চাকমাকে পরাস্ত করে জালে জড়ান ইউ-সুয়ান। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন চুচিন-ইউম। সতীর্থের ক্রস হেডে জালে জড়ান তিনি। লাফিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক রুপনা।
২৩তম মিনিটে বক্সে ঢুকে গোলের উদ্দেশে শট নিয়েছিলেন তহুরা খাতুন। কিন্তু সেটি লক্ষ্যে থাকেনি। ২৬তম মিনিটে রক্ষণের ভুলে আরেকটি গোল হজম করে সাবিনারা। বক্সের বাইরে থেকে সতীর্থের ক্রস এগিয়ে এসে বিনা বাধায় আলতো ছোঁয়ায় জালে জড়ান ইউ-সুয়ান। প্রথমার্ধের বাকি সময়ে রুপনার দক্ষতায় আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ।
আরও পড়ুন: হামজাকে পেতে আটঘাট বেঁধে নেমেছে বাফুফে
কিন্তু বিরতির পর বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেননি রুপনা। বক্সে লি-ওয়েনের শট প্রথম বাধায় আটকে দিয়েছিলেন আফিদা খন্দকার। কিন্তু ক্লিয়ার করতে পারেননি। বল পেয়ে যান ফাঁকায় থাকা ইউ-সুয়ান। সহজে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক তুলে নেন তিনি। এদিন ম্যাচের শেষ পর্যন্ত আধিপত্য করে খেলেছে চাইনিজ তাইপে। তবে অগোছালো আক্রমণে আর কোনো গোলের দেখা পায়নি তারা। তাতে ম্যাচ শেষ হয় ৪-০ ব্যবধানে।