1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

কাতার বিমান বন্দরে গ্রেফতার করা হলো ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি

  • আপডেট টাইম :: শনিবার, ১ জুন, ২০২৪, ১.৫৬ পিএম
  • ৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
এর আগে বৃহস্পতিবার (৩০ মে) কাতার বিমান বন্দরে পৌঁছার পর কাতার ইমিগ্রেশন পুলিশ ১২ ঘণ্টা আটক রাখার পর রাসেল মাহমুদকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফেরার পর শুক্রবার (৩১ মে) সকালে ঢাকা ইমিগ্রেশন পুলিশ তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেফতার হওয়া রাসেল মাহমুদ মাধবদী থানার পৌলানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসার পাশাপাশি দেশেও ব্যবসা করতেন। এছাড়া সদর উপজেলা যুবলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি।

আরও পড়ুন: নরসিংদীতে ইউপির সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার পর এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে এজাহারনামীয় আসামি রয়েছেন দুইজন। হত্যার কাজে ব্যবহৃত গুলির খোসা ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী দুই নম্বর আসামি রাসেল মাহমুদ বিদেশে পালিয়ে যাবার সময় কাতার বিমান বন্দরে পৌঁছার পর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: নির্বাচনী সংঘর্ষে নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

এর আগে গত মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যা করে। এসময় আহত হয় তার সঙ্গে থাকা আরও ২ জন।

হত্যার ঘটনায় নিহত মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে গত বৃহস্পতিবার মাধবদী থানায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!