স্টাফ রিপোর্টার::
আগামীকাল ৫ জুন সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ১৬১টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণের সরঞ্জামসহ কর্মকর্তাদের পাঠানো হয়েছে সোমবার সকাল থেকেই। প্রতিটি ভোট কেন্দ্রেই ২৫ জনের মতো ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও র্যাব দায়িত্ব পালন করবে। তিন উপজেলার ১ হাজার ৫৪ টি ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ভোটার ৪ লাখ ৪৭ হাজার ৪১৮ জন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।