একাত্তরের যোদ্ধা ও সংগঠক, দৈনিক বাংলার সাবেক ফিচার এডিটর সালেহ চৌধুরী আর নেই। আজ সন্ধ্যায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। দিরাই গচিয়া গ্রামের এ সুসন্তান ঢাকার উত্তরায় সপরিবারে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্ৎ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য অনুরাগী রেখে গেছেন। তার মৃত্যুতে সহেযোদ্ধারা মুষরে পড়েছেন। ঢাকায় প্রথম দফা যানাযা শেষে তাকে নিজ জন্মস্ৎানে দাফন করা হবে। তিনি টেকেরঘাট সাব সেক্টর প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার পাশাপাশি এ সেক্টর থেকে যুদ্ধ করেন এবং সংগঠকের কাজ করেন। তিনি হাওরাঞ্চলের আঞ্চলিক কমান্ডারেরও দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নানা বিষয়ে লেখালেখি করতেন। মুক্তিযুদ্ধের উপর তার বেশ কয়েকটি অসামান্য গ্রণ্ৎ রয়েছে। তার মৃত্যুতে হাওরটুয়েন্টিফোরডটনেট পরিবারের অতল শ্রদ্ধা।