স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে এ পর্যন্ত গৃহহীন ও ভূমিহীন ৭ হাজার ৯৩১টি পরিবারকে ঘর ও জমি দিয়ে পুনবার্সিত করা হয়েছে। আগামী ১১ জুন জামালগঞ্জের আরো ৬৩টি পরিবারকে ঘর দেওয়া হলে জেলার ৭ হাজার ৯৯৪টি পরিবার ঘর পাবে। শনিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
মতবিনিময়সভায় জেলা প্রশাসক জানান, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ভূমিহীন ও গৃহহীনদেরও পুনর্বাসিত করা হচ্ছে। সেমি পাকা ঘরে বাস করছেন হতদরিদ্র মানুষজন। ৮০০ বর্গফুটের সেমিপাকা ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি নিরাপদ পানির ব্যবস্থাও আছে। এ পর্যন্ত বিভিন্ন ধাপে জেলার ৮ হাজার ৩৩৮ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে সুনামগঞ্জ সদরে ৭৬৮টি, দোয়ারাবাজারে ৭৫৮টি, বিশ্বম্ভরপুরে ৭৩১টি, ছাতকে ৮১০টি, জগন্নাথপুরে ৬১৭টি, ধর্মপাশায় ৫২০টি, মধ্যনগরে ৮০টি, জামালগঞ্জে ৮১৩টি, শাল্লায় ১৫২৫টি, শান্তিগঞ্জে ৪৫৩টি, তাহিরপুরে ৩৮৬টি এবং দিরাই উপজেলায় ৮৭৭টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ১১ জুন পঞ্চম পর্যায়ে ২য় ধাপে জামালগঞ্জ উপজেলায় ৬৩টি পরিবারকে জমি ও ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী।