হাওর ডেস্ক::
জয় দিয়ে শুরু হলো আর্জেন্টিনার প্রস্তুতি পর্বের শেষ ধাপ। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে হারাল একুয়েডরকে। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই লড়াই দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাওয়া আনহেল দি মারিয়া গড়ে দিলেন ব্যবধান। দীর্ঘ দিনের এই সতীর্থের জায়গায় দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন অধিনায়ক লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটায় শুরু হওয়া ম্যাচে স্কোর লাইন যা বলছে এর চেয়ে সহজ জয়ই পেয়েছে আর্জেন্টিনা। ক্রিস্তিয়ানো রোমেরোর বাড়ানো থ্রু বল ধরে ৪০তম মিনিটে জাল খুঁজে নেন দি মারিয়া। আক্রমণাত্মক ফুটবলে একুয়েডরকে বেশ চাপে রাখলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।
৫৬তম মিনিটে বদলি নামেন মেসি। হ্যামস্ট্রিং চোটে গত মার্চে দেশের হয়ে সবশেষ দুটি ম্যাচে ছিলেন না এই মহাতারকা। তাকে ছাড়াই এল সালভাদর ও কোস্টা রিকাকে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে গুয়াতেমালার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের কোপা আমেরিকা। উদ্বোধনী দিনে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসি-দি মারিয়াদের অভিযান। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।