1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

কারবোনিকে রেখে কোপা আমেরিকার চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ জুন, ২০২৪, ১.০১ পিএম
  • ২৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
গত মৌসুমে ভালেন্তিন কারবোনি ইন্টার মিলান থেকে ধারে গিয়ে মোনসার হয়ে খেলেন। সেরি আয় জালের দেখা এই ফরোয়ার্ড পান মাত্র দুইবার। তবে গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনার সবশেষ প্রীতি ম্যাচে এই তরুণের পারফর‌ম্যান্স মুগ্ধ করে লিওনেল মেসিকে। কোচের নজরও কাড়তে পারেন কারবোনি। ফলে, তাকে রেখেই কোপা আমেরিকার চূড়ান্ত দল ঘোষণা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে লাতিন ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে কানাডা, পোল্যান্ড ও চিলি। এ টুর্নামেন্ট সামনে রেখে ২৬ জনের চূড়ান্ত দল দিয়েছেন স্কালোনি; সেখানে বড় বিস্ময় কারবোনির থাকা।

গুয়াতেমালা ম্যাচ শেষে তরুণ সতীর্থের প্রশংসায় মেসি বলেন, “ভালেন্তিন কারবোনির ভবিষ্যৎ উজ্জ্বল। সে আর্জেন্টিনা দলের বর্তমান ও ভবিষ্যৎ।”

“ইতোমধ্যে আমি অনূর্ধ্ব-২০ দলে তার খেলা দেখেছি। তবে সে অনেক উন্নতি করেছে। অসাধারণ সব গুণের সমন্বয়ে সে এখন ভিন্ন এক খেলোয়াড়।”

হেরমান পেস্সেইয়া ও গিদো রদ্রিগেসকে নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। সেই মেঘ অবশ্য সরে গেছে; চূড়ান্ত দলে আছেন দুজনই। কোপা আমেরিকায় রেকর্ড ১৫ শিরোপা জয়ী আর্জেন্টিনার মুকুট ধরে রাখার মিশনে সঙ্গী হচ্ছেন তারা।

রেয়াল বেতিস ডিফেন্ডার পেস্সেইয়া গোড়ালির চোটে ভুগছিলেন, কয়েকদিন সতীর্থদের সাথে অনুশীলনও করতে পারেননি তিনি। আর সেভিয়া মিডফিল্ডার রদ্রিগেস ভুগছিলেন জ্বরে; তাছাড়া শারীরিকভাবে সেরা পর্যায়েও ছিলেন না তিনি। কিন্তু দুজনের ওপর আস্থা রেখেছেন আর্জেন্টিনা কোচ।

২৯ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ভালেন্তিন ব্রাকো, লিওনার্দো বেলার্দি ও আনহেল কোররেয়া।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), জেরোনিমো রুলি (আয়াক্স)

ডিফেন্ডার: গনসালো মানতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রেয়াল বেতিস), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।

মিডফিল্ডার: গিদো রদ্রিগেস (রেয়াল বেতিস), লেয়ান্দ্রো পারেদেস (রোমা), আলেক্সিস ম্যাক আলিস্তের (লিভারপুল), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ) এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার)

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (বেনফিকা), ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান/মোনসা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড). নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!