হাওর ডেস্ক::
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রান করতে যেন ভুলে গেছেন ভিরাট কোহলি। চার ম্যাচ খেলে একবারও ছুঁতে পারেননি ত্রিশ। ব্যাট হাতে দুর্দান্ত একটি আইপিএল কাটিয়ে আসার পর বিশ্ব মঞ্চে তার এমন পড়তি ফর্ম নিয়ে চারদিকে চলছে আলোচনা-সমালোচনা। তবে দুর্ভাবনার কিছু দেখছেন না ব্রায়ান লারা। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট। তার বিশ্বাস, খুব দ্রুতই রানে ফিরবেন ভারতের তারকা ব্যাটসম্যান।
আসরে এখন পর্যন্ত চার ইনিংসে কোহলির রান মাত্র ২৯। তিনবার আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। নিউ ইয়র্কের ব্যাটিং দুরূহ উইকেটে গ্রুপ পর্বে তার তিন ইনিংস ছিল যথাক্রমে ১, ৪ ও ০।
অনেকে ধারণা করছিলেন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হয়তো বড় ইনিংসের দেখা পাবেন তিনি। তবে বৃহস্পতিবার বারবাডোজের মন্থর উইকেটে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে তিনি ২৪ রান করতে খেলেন ২৪ বল।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ৯৮.৬৬ গড় ও ১৩৬.৪০ স্ট্রাইক রেটে করেছিলেন ২৯৬ রান। ৬ ইনিংসের চারটিতেই করেছিলেন ফিফটি।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান আসরের আগে হওয়া আইপিএলে ১৫ ইনিংসে ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইক রেটে ৭৪১ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনিই। সেখান থেকে বিশ্বকাপে এসে তার রান না পাওয়াটা তাই বাড়তি আলোচনার খোরাক জোগাচ্ছে।
তবে কোহলির পাশেই দাঁড়ালেন লারা। স্টার স্পোর্টসের আলোচনায় সাবেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান বললেন, আফগানিস্তানের বিপক্ষে আধা ঘন্টার বেশি সময় উইকেটে থাকাটা আত্মবিশ্বাস বাড়াবে ৩৫ বছর বয়সী কোহলির।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা
“২৪ বলে ২৪ রান, বলতে পারেন দারুণ কিছু নয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে উইকেটে কিছুটা সময় কাটিয়েছে। ভারত এই ট্রফি জয়ের আরও এক ধাপ কাছে এসেছে। আমার বিশ্বাস, ভিরাট কোহলি ক্যারিবিয়ানে সময়ের সঙ্গে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এখন সে অ্যান্টিগায় যাচ্ছে, ধীরে ধীরে সে রান পাবে।”
“যখন সে পুরোদমে ছন্দ পাবে, তখন গল্পটা ভিন্ন হবে। আমাদের কেবল তাকে নিয়ে খুব ধৈর্য ধরতে হবে, বিশ্বকাপে এখনও কয়েকটি ম্যাচ বাকি আছে, আমরা তার থেকে অনেক কিছু দেখতে পাব।”
আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানের জয়ে সুপার এইটে যাত্রা শুরু করেছে ভারত। তাদের পরের ম্যাচ অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে, শনিবার। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সোমবার সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে রোহিত শার্মার দল।