হাওর ডেস্ক::
বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও একজন।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার হলদিয়া হাট সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে আমতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু জানান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, আমতলীর কাউনিয়া ইব্রাহিম একাডেমির শিক্ষক মাওলানা মনিরুল ইসলামের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মো. সেলিমের ছেলে সাইমুন রহমান সোহাগের গত বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়। শনিবার ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান।
“কনের বাড়ির লোকজন আমতলির হলদিয়া গ্রাম থেকে মাইক্রোবাস ও অটোরিকশায় করে আমতলি পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে ছেলের বাড়ি যাচ্ছিল। পথে দুর্ঘটনা ঘটে।”
ঘটনাস্থলে থাকা আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, “মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এখন পর্যন্ত নারী-শিশুসহ ৯জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।
সেতুটি উপজেলার চাওড়া ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নকে সংযুক্ত করেছে বলে জানান স্থানীয়রা।
দুর্ঘটনাস্থল থেকে কয়েকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। তখন নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ১০ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি।