হাওর ডেস্ক::
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গ্রেপ্তার অভিযানের পর আহত এক ফিলিস্তিনিকে জিপের সামনের হুডে বেঁধে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।
শনিবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আর রয়টার্স এর সত্যতা যাচাই করেছে।
রয়টার্স বলেছে, জেনিনের ওই ফিলিস্তিনি বাসিন্দার নাম মুজাহেদ আজমি। ভিডিওতে দেখা গেছে, তাকে যে জিপের হুডে বেঁধে রাখা হয়েছে সেটি দু’টি অ্যাম্বুলেন্সের মাঝ দিয়ে যাচ্ছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, জেনিনে গ্রেপ্তার অভিযান চালাতে যাওয়া ইসরায়েলি বাহিনীর দিকে গুলি ছোড়া হয়, তারপর গুলি বিনিময় হয়; এতে এক সন্দেহভাজন আহত হয় আর তাকে ধরা হয়। সেনারা তখন সামরিক প্রটোকল লঙ্ঘন করে।
“সেনারা সন্দেহভাজনকে একটি গাড়ির ওপরে বেঁধে নিয়ে যায়,” বিবৃতিতে বলেছে ইসরায়েলি বাহিনী।
ভিডিওতে যে ঘটনা সামনে এসেছে তা ইসরায়েলের সামরিক বাহিনীর ‘মূল্যবোধের সঙ্গে খাপ খায়না’, তাই ঘটনাটি নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
ওই আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য চিকিৎসা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই ও ঘটনার স্থান র্নিধারণে সক্ষম হয়েছে তারা। ভিডিওতে দেখা গেছে, জেনিনে একটি গাড়ির ওপর একজনকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিত্তিতে ঘটনার তারিখও নিশ্চিত করা হয়েছে।
আহত আজমির পরিবার জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার অভিযান চালাতে আসে, সে সময় আজমি আহত হয়। আজমির পরিবার অ্যাম্বুলেন্স আনার অনুরোধ জানালেও ইসরায়েলি সেনাবাহিনী আজমিকে ধরে নিয়ে জিপের হুডের ওপর বেঁধে গাড়িটি চালিয়ে নিয়ে চলে যায়।
ফিলিস্তিনের ছিটমহল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই পশ্চিম তীরে সহিংসতা বাড়ছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সহিংসতা বেড়েছে দ্রুতগতিতে। ইসরায়েলি সেনাবাহিনী প্রায়ই সেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনি গ্রামগুলোতে তাণ্ডব চালাচ্ছে আর এসবের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা রাস্তায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে।
আরও খবর:
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত