হাওর ডেস্ক::
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে বিস্ফোরণের শব্দে আবার কাঁপল কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্ত।
পাঁচ দিন বন্ধ থাকার পর রাখাইনের মংডু টাউনশিপের আশপাশের গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে থেমে থেমে আবারও বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।
নাফ নদীর তীরে টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরের পর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত পাঁচ দিন বিস্ফোরণের কোনো শব্দ শোনা যায়নি।
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, পাঁচ দিন সীমান্তের মানুষ শান্তিতে ছিলেন। ওই সময় কোনো ধরনের বিকট শব্দ পাওয়া যায়নি। বুধবার থেকে ক্রমাগত মর্টার শেল ও গোলার শব্দ শোনা যাচ্ছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, “বুধবার সকাল থেকে হঠাৎ বিকট শব্দে বাড়িঘর কেঁপে উঠছে। প্রথমে সবাই মনে করেছিলেন ভূমিকম্প হচ্ছে। যেভাবে বাড়িঘর কেঁপেছে, যেকোনো সময় ধসে পড়তে পারে।”
সীমান্ত এলাকার লোকজনের ধারণা, মংডু টাউনশিপের যে এলাকায় বর্তমানে হামলা হচ্ছে, সেখানে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকের বসবাস। মংডু টাউনশিপের আশপাশের এলাকায় নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ায় এমন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
তবে সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ড ও বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
তিনি বলেন, “টানা পাঁচদিন কোনো শব্দ পাওয়া যায়নি। তবে বুধবার থেকে আবারও বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ।”