স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২৮ বিজিবি সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার ভারতীয় মাদক ও অবৈধ গোলকাঠ আটক করেছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
২৮ বিজিবি সূত্র জানিয়েছে মঙ্গলবার রাত ৯টায় তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় বিজিবির নায়েক সুবেদার মো. আব্দুল হাকিমের নেতৃত্বে বিজিবির একদল জোয়ান সীমান্তে অভিযান পরিচালনা করে। এসময় মনাইপাড়া থেকে ৫০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। বুধবার বেলা সাড়ে ৩টায় সদর উপজেলার বনগাও সীমান্তে পৃথক অভিযানে নয়াকান্দি গ্রাম থেকে ৬৯ বোতল ভারতীয় অবৈধ মদ ও ৩৫ ঘনফুট ভারতীয় অবৈধ গোলকাঠ আটক করা হয়। আটককৃত এসব মালামালের মূল্য প্রায় ২লাখ টাকা বলে জানা গেছে।
সুনামগঞ্জ -২৮ বিজিবির অধিনায়ক লে. ক. ইাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার বলেন, সীমান্তে সবধরনের অপতৎপরতা বন্ধে সীমান্তরক্ষী বাহিনী তৎপর রয়েছে। আটককৃত মালামাল কাস্টমসে পাঠানো হয়েছে।