1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সিলেটে পেঁয়াজের জমজমাট বাজার

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০.৫৫ এএম
  • ২৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সপ্তাহের ব্যবধানে সিলেটে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। খুচরা বাজারে যা আরো বেশি। হঠাৎ পেঁয়াজের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষজন। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় হঠাৎ করে আবারও পেঁয়াজের দাম বেড়েছে।

শনিবার (৬ জুলাই) মহানগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা। গত সপ্তাহে পেঁয়াজ ৮৫-৯০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ১০০-১০৫ টাকা। আর খুচরা বাজারে কোন কোন জায়গায় বিক্রি হচ্ছে আরও বেশি দামে। আর এতে পেঁয়াজের এমন দাম বাড়ার কারণে অস্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।

ক্রেতারা বলছেন, বাজারে সবকিছুর দাম বাড়ছে। কোনোকিছুতে নিয়ন্ত্রণ নেই। শুধু পেঁয়াজ নয়, চাল-ডাল, তেল-চিনি সবকিছুর দাম বেশী। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চারদিন আগেও পেঁয়াজের কেজি ৯০ টাকা কিনেছি। এখন পাইকারি বাজারেই ১০০ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। মহল্লার ব্যবসায়ীরা ১৫০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন।

পেঁয়াজ কিনতে আসা নগরীর জালালাবাদ এলাকার বাসিন্দার হোসেন মিয়া বলেন, এক সপ্তাহ আগেও ৯০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি। অথচ আজকে কিনছি ১০০ টাকায়। সপ্তাহের ব্যবধানে ১০ টাকা দাম বেড়েছে।

সিলেটের সবচেয়ে বড় আড়ত কালীঘাটের পেঁয়াজ ব্যবসায়ী নিলাঞ্জন দাস টুকু সিলেটভিউকে বলেন, গতে এক সপ্তাহ আগে আমরা পাইকারীভাবে ৮৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতাম, কিছুদিন আগে ১০০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ এখন পাইকারিতে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে আরো বেশি বিক্রি হচ্ছে।

নগরের খুচরা বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ অনেক কম। বাজরে এখন শুধু দেশি পেঁয়াজ। এলসি পেঁয়াজের সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যা দেখা দিয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!