হাওর ডেস্ক::
সিলেটের দুই উপজেলায় রবিবার (১৫ জুলই) দুই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন নারীসহ দশ জন।
রবিবার দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক ও সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে ফেঞ্চুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
জানা যায়, সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় বিজিবির পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে সিএনজি অটোরিকশার ৪ যাত্রী ও ২ বিজিবি সদস্য আহত হয়েছেন।
রবিবার (১৪ জুলাই) বেলা ৩টায় উপজেলার খাগাইলে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, বিজিবিকে বহনকারী পিকআপটি কোম্পানীগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল এবং সিলেট থেকে মাছ নিয়ে সিএনজি অটোরিকশা কোম্পানীগঞ্জ আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং বিজিবির পিক-আপের সামনের দিকে ক্ষতিগ্রস্ত হয়।
এসময় সিএনজি অটোরিকশায় থাকা ড্রাইভারসহ ৪ জন যাত্রী ও ২ বিজিবি সদস্য আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, বিজিবির পিকআপের সাথে সিএনজির সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি থানায় নিয়ে আসা হচ্ছে।
এদিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে ফেঞ্চুগঞ্জ এলাকায় একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়।
রোববার বিকেলে ফেঞ্চুগঞ্জ ইলাশপুর এলাকায় উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী নারীসহ ৪ জন কে উদ্ধার করেন।
উদ্ধারের সাথে সাথে গাড়িটি পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির ও ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়েদুল্লাহ জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, গাড়িটি সিলেট কাজির বাজারের আফসার আহমেদের।