স্টাফ রিপোর্টার::
বাাংলাদেশের বিশিষ্ট লেখক-গবেষক দীপংকর মোহান্ত সুনামগঞ্জ প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এ সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জের কবি ও লেখকরা। বৃহষ্পতিবার দীপংকর মোহান্তের কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান তারা। সুনামগঞ্জের পুরাকীর্তি, হাওরের জীবন-সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও সামাজিক আন্দোলনসহ ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার আহ্বান জানান লেখকরা। মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও কবি-গবেষক ইকবাল কাগজীর নেতৃত্বে সুনামগঞ্জের কবি ও লেখকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিতজন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজচিন্তক সাইফুল আলম সদরুল, লেখক-গবেষক এডভোকেট কল্লোল তালুকদার চপল, কবি ও সাংবাদিক শামস শামীম, লেখক অনুপ নারায়ণ তালুকদার, কবি মানবেন্দ্র কর প্রমুখ।
উল্লেখ্য মৌলভীবাজারের বাসিন্দা দীপংকর মোহান্ত সরকারি চাকুরির পাশাপাশি মৌলিক লেখালেখিতে নিয়োজিত আছেন চার দশক ধরে। তিনি বাংলাদেশের একজন মূলধারার চারণ গবেষক হিসেবে বিশেষ পরিচিত। ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, রাজনীতি, নারীশিক্ষাসহ নানা বিষয়ে তার একাধিক মৌলিক গবেষণা গ্রন্থ রয়েছে। তিনি ‘খনন’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করেন।