1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জের ১৫ স্থানে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত সাইনেজ স্থাপন

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৮.৪৯ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জেলা পরিষদ সুনামগঞ্জ এর অর্থায়নে ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), সুনামগঞ্জ এর সহযোগিতায় জেলা পরিষদ এর নিয়ন্ত্রণাধীন খেয়াঘাট, যাত্রী ছাউনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে “পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ১০০% তামাকমুক্ত” সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। লঞ্চঘাট, ফেরী ঘাট ও জেটিতে- ২টি, টুকেরঘাট ও হবতপুর খেয়ার উভয় পাশের্^- ২টি, জয়নগর পৈন্দা-নতুনবাজার খেয়া ঘাট-১টি, দেওয়ান নগর নীলপুর খেয়া ঘাটে-১টি, জেলা পরিষদ, মল্লিকপুর এর যাত্রী ছাউনীর পাশের্^-১টি, পশ্চিম হাজীপাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজের গেইটের সামনে যাত্রী ছাউনী-তে ১টি, হালুয়ারঘাট খেয়ার উভয় পাশের্^- ২টি, রঙ্গারচর আমবাড়ী খেয়ার উভয় পাশের্^- ২টি, নতুন বাস টার্মিনাল এর বিরতিহীন টিকেট কাউন্টার- ২টি, নিলাদ্রীর কাউন্টারে-১টি করে সর্বমোট ১৫ টি সাইনেজ স্থাপন করা হয়েছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র বক্তব্য “২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে তামাকের ব্যবহার নির্মূল করার” ঘোষণা বাস্তবায়নে জেলা পরিষদ, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠান হওয়ায় এই উদ্যোগ গ্রহন করেন। সাইনেজ স্থাপনে স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!