স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর হাসপাতালকে দালালচক্র মুক্ত করে রোগীদের সেবার মান বাড়ানোর দাবিসহ বিভিন্ন দাবি জানিয়েছে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ। ১ সেপ্টেম্বর রবিবার বিকেলে সনাকের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ে এসব কথা জানান সনাকের সংশ্লিষ্টরা। সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান, সনাকের সভাপতি যোগেশ্বর দাস, টিআইবির কো অর্ডিনেটর আরিফুর রহমান প্রমুখ। ‘স্বাস্থ্যখাতে চাই-সুশাসন’ শ্লোগানকে সামনে রেখে হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে স্বাস্থ্য সেবার মান উন্নয়নেরজন্য লক্ষ্যে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই মতবিনিময় সভা করে।
সনাকের অধিপরামর্শ সভায় দ্রুত তথ্য ও অনুসন্ধান কেন্দ্র/হেল্প ডেস্ক কার্যকরী করার উদ্যোগ গ্রহণ, অভিযোগ জানানোর জন্য একটি হট লাইন নাম্বার চালু করা, অভিযোগ রেজিস্টার চালু করা, ডাক্তার ও নার্সের ডিউটি রোস্টার দৃশ্যমান স্থানে রাখা, মেডিসিনে’র হালনাগাদ তালিকা দৃশ্যমান স্থানে রাখার ব্যবস্থা করা, আউটডোর ডাক্তারদের যথা সময়ে ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ইন্টার্নী কাউকে দিয়ে প্রেসক্রিপশন না করানো; কোন বিভাগের ডাক্তার অনুপস্থিত থাকলে, তা আগাম নোটিশ দিয়ে জানিয়ে দেয়া এবং হাসপাতালের ভিতর ও বাহির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানানো হয়। এসব দাবির প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, সনাক যে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে তার অধিকাংশর সাথে আমরা একমত। তবে নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, হাসপাতালে ডাক্তার নার্স, পরিচ্ছন্নকর্মীসহ সকল বিভাগেই জনবল কম। ফলে সংশ্লিষ্টদের ওভারলোড নিয়ে কাজ করতে হয়।