1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

ধর্মপাশায় ছাত্রলীগের নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম :: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৬.২১ পিএম
  • ৮ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি::
নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাা ছাত্র লীগের সভাপতি দেলোয়ার হোসেন (৩৭) ও সাধারণ সম্পাদক আল আমিন খান (৩৪) সহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে নাশকতার প্রস্তুটির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার গভীর রাতে ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেছেন। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনটির উপজেলা শাখার সহ সভাপতি ও উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা গোলাম মহি উদ্দিন ফরহাদ (৩৭) কে ওইদিন রাত পৌনে ১১টার দিকে উপজেলা সদরের বিজয় ২৪ চত্বর এলাকার একটি চায়ের স্টল সংলগ্ন কক্ষ থেকে আটক করেছে পুলিশ।
ধর্মপাশা থানা পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের আনন্দ মোড়ের পশ্চিমপাশে বিজয় ২৪চত্বর এলাকার একটি চায়ের স্টলের পেছনের একটি কক্ষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিষিদ্ধ সংগঠন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক সংগঠনটির ৩৫থেকে ৪০জন নেতাকর্মী জড়ো হন। তাঁরা সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতসহ সার্বিক সরকারি কার্যক্রম ব্যাহত করার মাধ্যমে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ওইদিন রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।৷ এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ সংগঠনটির নেতা কর্মীরা সেখান থেকে দৌড়ে পালানোর সময় নিষিদ্ধ সংগঠনটির উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি গোলাম মহি উদ্দিন ফরহাদকে আটক করা হয়।
ধর্মপাশা থানা হাজতে থাকা গোলাম মহিউদ্দিন ফরহাদ বলেন, নাশকতার প্রস্তুতি বা পরিকল্পনার ঘটনায় আমার কোনো ধরণের সম্পৃক্ততা নেই।। মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। শুক্রবার রাত অনুমান ১১টার দিকে নিজ গ্রামের নিজ বসতঘর থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদ পদবীতে থাকা ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আটক থাকা গোলাম মহি উদ্দিন ফরহাদকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (৭ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!