শাল্লা প্রতিনিধি::
শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ্যাডভোকেট
অবনী মোহন দাস কে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। ৬ জানুয়ারি সোমবার উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ার গাঁও বাজারে অবস্থিত তার নিজ কার্যালয় থেকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন ২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এডভোকেট অবনী মোহন দাশের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন অবনী মোহন দাস কে সুনামগঞ্জ সদর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।