স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে বহুল আলোচিত উপজেলা চেয়ারম্যান শামছুল আলম তালুকদার ঝুনু মিয়ার বিরুদ্ধে আদালতে একাত্তরে মাবতাবিরোধী অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আবু ওমরের আদালতে মামলা দায়ের করেন একই উপজেলার সদরকান্দি গ্রামের আব্দুল জলিল। মামলায় এনাম উদ্দিন (৬৭) ও মজনু মিয়া (৬৫) নামক আরো দ্ইুজনকেও আসামী করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরো কয়েকজনকেও আসামী করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন ১৯৭১ সনে শামছুল আলম তালুকদার ঝুনু মিয়ার বাবা হাজী লাল মিয়া ছিলেন দুর্ধর্ষ রাজাকার। তার মালিকানাধীন লঞ্চে পাকিস্তানী হানাদার বাহিনী জামালগঞ্জে এসে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগসহ লুটপাটে মেতে ওঠে। তার ছেলে শামছুল আলম তালুকদার ঝুনু মিয়াও এই সময়ে নির্যাতনে জড়িত ছিলেন। আসামীদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের অভিযোগ করেছেন বাদী।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোটে ড. খায়রুল কবির রোমেন। তিনি বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দিয়েছেন।