স্টাফ রিপোর্টার::
মিয়ানমারের আরাকান রাজ্যে নিরপরাধ রোহিঙ্গা নারী-পুরুষ, শিশু হত্যা ও নির্যাতনের মুখে তাদেরকে দেশত্যাগের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকদের সংগঠন ‘ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ইয়ং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশিকুর রহমান পীরের পরিচালনায় মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মাছরাঙ্গা ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির যুগ্ম- সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সেলিম আহমদ তালুকদার, ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফুয়াদ মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক লিপসন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আলীম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, অর্থ সম্পাদক শহীদ নূর আহমদ, দপ্তর সম্পাদক জাকের আহমদ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, সংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান সোহান, সদস্য দিলাল আহমদ, এফ এম রাহি, কাওসার আহমদ, আব্দুল কাইয়ূম, ইসমাইল আলী হীরা প্রমুখ।
বক্তারা রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করেতে বিশ্বেরে সকল দেশকে এক যোগে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি যারা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়।