অনলাইন::
সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মাসুম (২২) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। নিহত মাসুম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের মাসুক মিয়ার ছেলে। আজ বুধবার নগরীর শিবগঞ্জ লামাপাড়া সৈয়দ হাতিম আলী মাজারের কাছে এ ঘটনা ঘটে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, বেলা সাড়ে ৩টার দিকে লামাপাড়ার সৈয়দ হাতিম আলী মাজারের কাছে কয়েকজন যুবক জাকারিয়াকে মারধর শুরু করে। এক পর্যায়ে তার উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জেদান।