স্টাফ রিপোর্টার::
‘তথ্য পেলে জনজন-নিশ্চিত হবে সুশাসন’ এ শ্লোগানে সুনামগঞ্জে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, সচেতন নাগরিক কমিটির সভাপতি গোলাম কিবিরিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে র্যালিটি শহরের উকিলপাড়া এলাকায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। সেখানে আয়োজন করা হয় তথ্য মেলার। ছোটবড় ৫টি স্টলে তথ্য অধিকার বিষয়ে জনগনকে সচেতন করার লক্ষে স্টল গুলোতে প্রচারণামূলক কার্যক্রম লক্ষ্য করা গেছে।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কন্তি দে, নুরুর রব চৌধুরী প্রমুখ।