স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরের পর এবার সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সুনমাগঞ্জ সদর উপজেলা যুবলীগ। রবিবার দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র, সদরগড় ও হালুয়াঘাটের প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, গুড় ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাবাহ উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল ও মুহিবুর রহমান মুহিব, সদস্য অ্যাড. শাহ আমিরুল ইসলাম, জাকির হোসেন পুলক, জুনেদ আহমদ, কাউছার আহমদ, পিন্টু বণিক, আজিজুর রহমান অপু, সৈয়দ খোরশেদ আলম, শ্যামল তালুকদার, ফয়সল আহমদ, সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দেবাশীষ দাস গুপ্ত বাপ্পী প্রমুখ।