দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে একুশে পদক প্রাপ্ত বাউল স¤্রাট শাহ আবদুল করিমের স্মৃতি বিজড়িত কলনী নদীর বুকে কাল রবিবার শুরু হচ্ছে শাহ আবদুল করিম নৌকা বাইচ প্রতিযোগীতা। শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষনা পরিষদ আয়োজিত দিনব্যাপি নৌকা বাইচকে ঘীরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে অর্ধ শতাধিক নৌকা নিয়ে বাইছালরা দেশের বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়েছেন।
শাহ আব্দুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী জানান ইতি মধ্যে প্রশাসনিক অনুমোদন সহ নৌকা বাইচের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রং বেরংয়ের সাজে বিভিন্ন নৌকা কালনী নদীতে প্রস্তুতিমূল অনুশিলন করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. জয়া সেনগুপ্তা এমপি। উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফজলুল কবির তুহিন।
উপজেলা সদরের দিরাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালনী নদীর বুকে নান্দনিক বিশাল মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। সীমানা নির্ধারন করে কালনী নদীকে আকর্শনীয়ভাবে সাজানো হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগীতার পাশাপাশি রয়েছে যেমন খুশি, তেমন সাঁজ ’ এ জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সন্ধ্যায় দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে গান পরিবেশন করবেন আশিক, বাউল রনেশ ঠাকুর, বাউল শাহিনুর আলম সরকার, এম রহমান ও তৃষা মল্লিক সহ স্থানীয় শিলপীবৃন্দ।
শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষনা পরিষদের প্রধান উপদেষ্টা ভাটিবাংলা বাউল একাডেমীর সভাপতি শাহ আবদুল তোয়াহেদ জানান, আমাদেরকে অতীত ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করতে হবে, নৌকা বাইচ গ্রামীন সংস্কৃতির ঐতিহ্য, শাহ আবদুল করিমের জীবদ্দশায় কালনীর বুকে নৌকা বাইচ ভাটির জনপদে উৎসবের আমেজ বিরাজ করতো, আমার বিশ্বাস এ নৌকা বাইচ উৎসব হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনবে।