স্টাফ রিপোর্টার::
‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি নিরাপদে বাস করি’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনাসভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর প্রমুখ। আলোচনাসভা শেষে ফায়ার সার্ভিস অফিসের সংশ্লিষ্টরা দুর্যোগ বিষয়ক মহড়া পরিদর্শন করে।