স্টাফ রিপোর্টার::
৩৬ তম বিসিএসে সুনামগঞ্জের বিভিন্ন ক্যাডারে ২১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশ পাওয়ায় উত্তীর্ণদের সঙ্গে তাদের স্বজনরাও আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন। এলাকাবাসীও তাদেরকে অভিনন্দন জানিয়ে দেশ ও মানুষের উন্নয়নের পাশাপাশি অবহেলিত এলাকার উন্নয়নে আতœনিয়োগের আহ্বান জানিয়েছেন।
প্রশাসন ক্যাডারে ৩জন, পুলিশ ক্যাডারে ৩জন, শিক্ষা ক্যাডারে ৮জন, টেক্স ক্যাডারে ১জন, সমবায় ও আনসার ক্যাডারে ১জন করে, কৃষি ক্যাডারে ৩জন এবং মৎস্য ক্যাডারে ১জন সুপারিশ পেয়েছেন।
মর্যাদাপূর্ণ ক্যাডার হিসেবে বিবেচিত প্রশাসন ক্যাডারে বিশ্বম্ভরপুর উপজেলার তানিয়া আক্তার, দোয়ারাবাজার উপজেলার শফিকুল ইসলাম, ও দিরাই উপজেলার সন্দীপ তালুকদার প্রশাসন ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়েছেন। পুলিশ ক্যাডারে সুপারিশকৃত তিনজন হলেন, মধ্যনগরের স¤্রাট তালুকদার, সদর উপজেলার আক্কাছ আলী ও শাল্লার আবিরাত রায়।
শিক্ষা ক্যাডারে সুপারিশকৃত ৮জন হলেন, সদর উপজেলার মাসকুরা আক্তার ও মাছুমা আক্তার তন্বী, তাহিরপুরের রাসেল আহমেদ ও তানভির আখঞ্জী, শাল্লার সুজন তালুকদার ও রাহুল সরকার, জামালগঞ্জের কয়েস মাহমুদ এবং জগন্নাথপুরের রিপা ফেরদৌসী। টেক্স ক্যাডারে সদর উপজেলার অর্পা বণিক, জামালগঞ্জের প্রদীপ চন্দ্র দত্ত আনসার ক্যাডার, দোয়ারাবাজারের হাসিবুল হাসান মামুন মৎস্য ক্যাডার, জামালগঞ্জের রহিম উদ্দিন সমবায় ক্যাডার। কৃষি ক্যাডারে মনোনীতরা হলেন, ধর্মপাশার মুহিবুর রহমান সিদ্দিকী, মধ্যনগরের সজিব সরকার ও সুনামগঞ্জ সদর উপজেলার মুক্তা সরকার।