রাজন চন্দ, তাহিরপুর:
জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি পোড়া মন ২ ছবির শুটিং করতে এসে সুনামগঞ্জের তাহিরপুর থেকে ভারতীয় বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের নৃত্য পরিচালক ও চলচ্চিত্র পরিচালক বাবা যাদব (রাজেশ কুমার যাদব) সহ ৪ জনকে তাহিরপুর থানা পুলিশের হেফাজতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে সুনামগঞ্জে প্রেরন করা হয়।
শুক্রবার সকালে তাহিরপুর সদর বাজার শাহজালাল টাওয়ারের হোটেল টাঙ্গুয়া ইন থেকে নৃত্য পরিচালক বাবা যাদব সহ ৪ জনকে পুলিশি হেফাজতে আনা হয়। বাবা যাদবের সঙ্গে থাকা অপর তিনজন হলেন সঞ্জয় কুমার ব্রীজ মহান,বিপ্লব জারান ও রাজেশ কুমার চেল্লাপল্লি।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, পোড়ামন ২ ছবিটির শুটিং করার জন্য কোন ধরনের সরকারি অনুমতি না থাকায় পুলিশ সুপারের নির্দেশক্রমে তাদেরকে সুনামগঞ্জে পাঠানো হয়। প্রকৃতপক্ষে ভারতীয় নৃত্য পরিচালক জাজ মালিটমিডিয়ার অন্য আরেকটি ছবি(নুরজাহান) ছবিতে কাজ করার সরকারি অনুমতি নিলেও পোড়ামন ২ ছবির কোন অনুমতি না নিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে গোপনে পোড়ামন ২ ছবির কার্যক্রম চালাচ্ছিলেন যার ফলে পুলিশ সুপারের নির্দেশে বাবা যাদব সহ ৪ জনকে ফেরৎ পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে।
এ প্রসঙ্গে বাবা যাদবের সঙ্গে থাকা পোড়ামন ২ ছবিটির পরিচালক তরুন নির্মাতা রাফিয়ান রাফি জানান,আমরা সুনামগঞ্জের তাহিরপুরে শুটিং করতে এসেছি। আর নৃত্য পরিচালক বাবা যাদব সহ ৪ জন শুটিং করার জন্য নয় স্পট দেখতে এসেছিলেন এখন তারা চলে যাবেন।
জানা যায়,অভিনয়ের প্রস্তুতি হিসেবে জাজ মাল্টিমিডিয়ার অধীনে গোপনে নৃত্য,ফাইটিং ও অভিনয়ের জন্য তারা শুক্রবার সকালে তাহিরপুর বাজার হোটেল টাঙ্গুয়া ইন এ অবস্থান করেন। আর এখান থেকেইে তাদেরকে তাহিরপুর থানা পুলিশি হেফাজতে সুনামগঞ্জে প্রেরন করা হয়।