স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী পৌর মেয়র আয়ূব বখত জগলুল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মতবিনিময় শুরু করেছেন। শুক্রবার সন্ধ্যায় পৌরসভায় তিনি সদর উপজেলার উত্তর সুরমার রঙ্গারচর, জাহাঙ্গীর নগর ও সুমরা ইউনিয়নের ইউনিয়নের আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে প্রার্থীতা ঘোষণা করেন। এসময় উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা তাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে আয়ূব বখত জগলুলকে তিন ইউনিয়নের তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ায় আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে প্রায় বছর খানেক ধরে নিরবে সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে মহল্লায় আয়ূব বখত জগলুলের সমর্থকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন নিয়ে প্রচারণা চালাচ্ছেন। মর্যাদাপূর্ণ সুনামগঞ্জ-৪ আসনে তাকে প্রার্থী দিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে আহ্বান জানিয়ে আসছিলেন তৃণমূল নেতৃবৃন্দ। তাদের সমর্থন নিয়ে অবশেষে শুক্রবার আনুষ্টানিকভাবে তিনটি ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নে তাকে সমর্থন দানের জন্য অনুরোধ জানান। তিনি বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য বিরাট চ্যালেঞ্জ। এই নির্বাচনে কেন্দ্রও সবদিক বিবেচনা করে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে। সুনামগঞ্জ-৪ যেহেতু মর্যাদাপূর্ণ আসন সেখানে বিরোধী দল শক্তিশালী প্রার্থী দিবে। তাই সেই শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগও গ্রহণযোগ্য ও ভোটের রাজনীতিতে এগিয়ে আছে এমন প্রার্থী দিতে চায়। আমি তৃণমূল আওয়ামী লীগের সমর্থন নিয়ে সুনামগঞ্জ-৪ আসনের ভোটযুদ্ধে অবতীর্ণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও বিশ্ব রাজনীতির রোলমডেল শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে চাই। আজ তিন ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে আমাকে সমর্থন জুগিয়েছেন তাতে আমি অভিভূত।
মতবিনিময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. চাঁন মিয়া, অ্যাডভোকেট মো. শুকুর আলী, অ্যাডভোকেট আলমনুর হীরা, সৈকতুল ইসলাম শওকত, লিটন সরকার, আরিফুল আলম, জাহাঙ্গীর নগর ইউনিয়নের পক্ষে মুক্তিযোদ্ধা বশির আহমদ, আ’লীগ নেতা হানিফ মিয়া, রইছ মিয়া, সাহাজ উদ্দিন, সেক্রেটারী জয়নাল আবেদীন, মাস্টার জয়নাল আবেদীন, সুরমা ইউনিয়নের পক্ষে ইউনিয়ন সেক্রেটারি তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা আক্কাছ আলী, আ’লীগ নেতা লোকমান হোসেন এবং রঙ্গারচরের পক্ষে সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারী মমিন মিয়া, আ.লীগ নেতা মো.আব্দুল করিমসহ তিন ইউনিয়নের একাধিক তৃণমূল নেতা বক্তব্য রাখেন।