জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনারবাঁক ইউনিয়নের বন্যাদুর্গত পরিবার গুলোর মধ্যে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার প্রত্যন্ত হাওর পাড়ের ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর চাটনী পাড়া, হঠামারা, বাগহাটি, টগিয়ার পাড়া গ্রামের বন্যাদুর্গত অসহায় শতাধিক পরিবারের দারিদ্র সদস্যদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধপত্র, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট প্রদান করা হয়েছে। জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স’র সহযোগিতায় চিকিৎসা সেবা প্রদান করেছেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এসময় প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সহ-সভাপতি আকবর হোসেন, সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সহ-সাধারন সম্পাদক নিজাম নূর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুরঞ্জিত কুমার সরকার, মঞ্জু চৌধুরী, প্রীতি রঞ্জন তালুকদার, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমা রানী সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলের প্রতিনিধি সুধাংশু শেখর তালুকদার, ইউপি সদস্য আব্দুর রহিম, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে জামালগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার প্রশাসনের উদ্যোগে ফেনারবাক ইউনিয়নের হঠামারা, নাজিম নগর, ইনাতনগর, তেঘরিয়া, ছয়হারা, মাতারগাও, রাজাপুর, ফেনারবাক (বেদারপুর), তাজপুর, চাটনী, লক্ষীপুর গ্রাম সহ প্রায় ৮ শত পরিবারের মধ্যে চাউল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেনারবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য আব্দুর রহিম, রফিকুল ইসলাম রানা প্রমুখ। সরকারি ভাবে উপজেলায় ৫টি ইউনিয়নে ১০ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করার জন্য সকল ইউপি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।