স্টাফ রিপোর্টার::
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ঐতিহ্যবাহী মানিকপুর-গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্য সংরক্ষন, শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার স্কুলের হল রুমে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সিলেট বানীর স্টাফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইঞ্জিনিয়ার এনামুল হক ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শুকুর আলী, জামাল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আজব আলী,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক,বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুর রহিম, বীর মুক্তিযুদ্ধা সুন্দর আলী,কমিটির সহ সভাপতি আব্দুল হামিদ, সদস্য বাচ্চু মিয়া,জাহানারা বেগম,শিক্ষিকা মরিয়ম বেগম,শিক্ষক আল আমীন,মোতালিব হোসেন ।
মতবিনিময় সভায় বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা নির্মানে সম্প্রতি মাননীয় সংসদ সদস্য কর্তৃক ২৪ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করায় এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।