সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, আমার সামনে হাওরাঞ্চলে কোন দূর্নীতি হতে দিবনা। আমাদের হাওরের মানুষ সবাই ভাল মানুষ। তাদের অধিকার বঞ্চিত করলে কেউ পার পাবেনা। তিনি বলেন, আমি হাওরের জনগণের ভালবাসা চাই। জনগণের ভালবাসার কারণে আমি দুবার এমপি, হতে পেরেছি। এই মানুষের ভালবাসায় আমি বেঁচে আছি এবং মানুষের ভালবাসায় বেঁেচ থাকব ইনশাল্লাহ। দুর্নীতি রোধে হাওরাঞ্চলের মানুষকে সচেতন হতে হবেধর্মপাশা উপজেলার সেলবরষ আওয়ামী লীগের বর্ধিত সভায় শনিবার বিকেলে এসব কথা বলেন তিনি।
শনিবার বিকেলে বাদশাগঞ্জ বাজারের মাদ্রাসা রোডে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন শাহ। ছাত্রলীগ নেতা মহি উদ্দিন ফরহাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ, মোজাম্মেল হোসেন রোকন, সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকরাটি ইউপি চেয়ারম্যান ফেদৌসুর রহমান, ধর্মপাশা ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, অবসর প্রাপ্ত শিক্ষক নায়েব আলী, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলী আকবর, সেলবরষ ইউপি যবলীগের সভাপতি মো. দুলা মিয়া, যুবলীগ নেতা প্রভাষক আবু তৌহিদ জুয়েল, জেলা শ্রমিকলীগের সদস্য সাদেক হোসেন জিটু, সেলবরষ ইউপি ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিন চৌধুরী. সাধারন সম্পাদক ইমন চৌধুরী, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন তালুকদার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।