স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অগ্নিকান্ডে সাতটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। সোমবার রাত ১০টার দিকে বাজারের আবুল কালাম মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে কম্পিউটার, লাইব্রেরি, মনোহরি দোকান, গাড়ির গ্যারেজ ও টেইলার্স দোকান ছিল।
ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে আবুল কালাম মার্কেটে আগুন লাগে। মুর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে আগুনের খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আতে সক্ষম হন। ততক্ষনে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো নাবিলা লাইব্রেরী, নয়ন ট্রেডার্স, ভেরাইটিজ স্টোর, হাসনাত ট্রেডার্স, লেডিস টেইর্লাস, কম্পিউটার গ্যালারী ও গ্যারেজ।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মারজান আহমদ চৌধুরী খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে সক্ষম হয়েছে। আগুনে বেশ কিছু দোকান পুড়ে গেছে বলে তিনি জানান।